প্রশ্নোত্তরে আহকামুস্ সওম বা রোযার বিধান
সংকলন : মুহাম্মাদ নোমান আলী
সম্পাদনা : মোঃ ওবাইদুল্লাহ
প্রকাশনায় : দারুল কারার পাবলিকেশন্স
পরিবেশনায় : তাওহীদ পাবলিকেশন্স
কভার : পেপারব্যাক কভার
মুদ্রিত মূল্য : ৬০
পৃষ্ঠা সংখ্যা : ৮০
বিষয় : সিয়াম ও তার বিধি বিধান

প্রশ্নোত্তরে আহকামুস্ সওম বা রোযার বিধান
প্রশ্নোত্তরে আহকামুস্ সওম বা রোযার বিধান
إن الحمد لله وحده والصلواة والسلام على من لا نبى بعده
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য; দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবীর প্রতি যাঁর পর আর কোন নবী আসবে না।
অতঃপর “প্রশ্নোত্তরে আহকামুস সওম বা রোযার বিধান” নামক বইখানা রচনা করতে পেরে আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ ।
ইসলামের আরকানসমূহের মধ্য হতে সওম হল অন্যতম গুরুত্ত্বপূর্ণ একটি রুক্ন ও পরিভাষা। যা হিজরী ২য় সনে ফরয করা হয়েছে। যে ব্যক্তি সওমের ফরযকে অস্বীকার করে ছেড়ে দিবে, সে ইসলাম হতে বহির্ভূত হয়ে পড়বে।
প্রশ্নোত্তরে আহকামুস্ সওম বা রোযার বিধান
সওম আল্লাহ এবং তাঁর রাসূল @ প্রদর্শিত নিয়মে আদায় না করলে আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। তাই কুরআন, নির্ভরযোগ্য তাফসীর, সহীহ হাদীস এবং বিদ্বানদের বলিষ্ঠ মতামতের ভিত্তিতে সকল পাঠকের বোধগম্য করে ও আমলের সুবিধার্থে বইটি প্রশ্নোত্তর আকারে প্রণয়ন করা হয়েছে। যাতে করে সকল শ্রেণির মুসলমান বিশুদ্ধ আমল করে আল্লাহর নৈকট্য লাভে স¶ম হয়।
আমার অন্যান্য প্রকাশিত বইগুলির ন্যায় প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে রেফারেন্স বা দলিল উল্লেখ করা হয়েছে, যাতে করে গবেষকগণ তাঁদের গবেষণায় সাহায্য গ্রহণ করতে পারেন।
প্রশ্নোত্তরে আহকামুস্ সওম বা রোযার বিধান বইটিতে সওম সংক্রান্ত যত মাসআলা প্রণয়ন করেছি তা আমার জ্ঞানে নির্ভুলভাবে লিখার চেষ্টা করেছি। তবুও যদি কোন মাসআলায় সূক্ষ্মদর্শী পাঠকের নিকট ভুলত্রুটি দৃষ্টিগোচর হয়, তাহলে আমাকে দলিলসহ জানিয়ে বাধিত করলে পরবর্তী সংস্করণে তা সংশোধন করে দিব ইনশা-আল্লাহ।
বইখানা লিখতে আমার স্নেহের সন্তান মুহাম্মাদ ওবাইদুল্লাহ (এম.ফিল. ইবি, কুষ্টিয়া) অনেক পরামর্শ দিয়ে ও অক্লান্ত পরিশ্রম করে সহযোগিতা করেছে। আমি তার মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ পেশ করছি আল্লাহ যেন তাকে ইহ-পরকালে উত্তম প্রতিদানে ভূষিত করেন, আমিন!
প্রশ্নোত্তরে আহকামুস্ সওম বা রোযার বিধান বইটির সবশেষে আল্লাহর নিকট অকাতরে আকুল আবেদন, হে আমার প্রতিপালক! এই জ্ঞান ভিখারীর নগণ্য খিদমাতটুকু কবুল করে আমার পিতা-মাতার এবং সকল মুসলমানদের জন্য পরকালে নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। আমিন!
اَللّٰهُمَّ اغْفِرْلِىْ وَلِوَالِدَيَّ وَلِسَائِرِ الْمُسْلِمِيْنَ
লেখক
Reviews
There are no reviews yet.