‘আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহিমাহুল্লাহ) ছিলেন একজন খ্যাতিমান ভারতীয় ইসলামি পণ্ডিত, মুহাদ্দিস ও লেখক। তিনি সর্বাধিক পরিচিত রাসূলুল্লাহ (ﷺ)-এর জীবনীগ্রন্থ *আর্-রাহীকুল মাখতূম* এর জন্য, যা ১৯৭৯ সালে রাবেতা আল-আলম আল-ইসলামি আয়োজিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় ১১৮২টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম স্থান অর্জন করে।

তিনি ১৯৪২ সালের মাঝামাঝি ভারতের উত্তর প্রদেশের আজমগড় জেলার মুবারকপুর শহরের হুসাইনাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্ণ নাম: সফিউর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আকবর ইবনে মুহাম্মদ আলী ইবনে আব্দুল মুমিন মুবারকপুরী আযমী।

শৈশবে তিনি তাঁর দাদা ও চাচার কাছে কুরআন শিক্ষা গ্রহণ করেন। ১৯৪৮ সালে মুবারকপুরের দারুত তা’লিম মাদরাসায় ভর্তি হন এবং সেখানে ৬ বছর পড়াশোনা করেন। এরপর তিনি এহইয়াউল উলুম মাদরাসায় আরবি ভাষা ও সাহিত্য, নাহু, ছরফ ইত্যাদি বিষয়ে গভীর অধ্যয়ন করেন। পরে মৌনাথভঞ্জনের ফয়েযে আম মাদরাসায় ভর্তি হন এবং সেখানে ৫ বছর পড়াশোনা করেন। ১৯৬১ সালে তিনি শরিয়াহ বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন এবং মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন।

শিক্ষা সমাপ্তির পর তিনি এলাহাবাদ, নাগপুর, আযমগড়, মৌনাথভঞ্জন, সিউনী এবং বেনারসের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেন। ১৯৮৮ সাল থেকে তিনি মদীনাস্থ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে রাসূল (ﷺ) বিষয়ক গবেষণা ইনস্টিটিউটে কর্মরত ছিলেন।

📖 তাঁর উল্লেখযোগ্য রচনাবলি:
– আর্-রাহীকুল মাখতূম: রাসূলুল্লাহ (ﷺ)-এর পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ।
– রাওযাতুল আনওয়ার ফী সিরাতিন নাবিয়্যিল মুখতার: সীরাতের সংক্ষিপ্ত রূপ।
– ইতহাফুল কিরাম: ইবনে হাজার আসকালানীর ‘বুলুগুল মারাম’ এর ব্যাখ্যা।
– মিন্নাতুল মুনঈম: সহিহ মুসলিমের ব্যাখ্যা।
– কাদিয়ানিয়াত আপনে আয়না মেঁ: কাদিয়ানী মতবাদের বিরুদ্ধে।

‘আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহিমাহুল্লাহ) ২০০৬ সালের ১ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টার দিকে নিজ গ্রাম হুসাইনাবাদে ইন্তেকাল করেন। পরদিন শনিবার তাঁর জানাযার সলাত অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

‘আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহিমাহুল্লাহ) এর জীবন ও কর্ম মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর রচনাবলি আজও বিশ্বজুড়ে পাঠকপ্রিয়তা অর্জন করে চলেছে।

Showing the single result

আর রাহীকুল মাখতূম

Original price was: ৳ 850.Current price is: ৳ 510.
বই: আর্-রাহীকুল মাখতূম বা মোহরাঙ্কিত জান্নাতী সুধা (তাহকীককৃত সংস্করণ) লেখক: শাইখুল হাদীস আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহিমাহুল্লাহু সুবহানাহূ ওয়া তা‘আলা) অনুবাদক: আব্দুল খালেক রহমানী, মুয়ীনু্দ্দীন আহমাদ ভাষা সম্পাদনা: সাইফুদ্দীন আহমাদ, অধ্যাপক মোজাম্মেল হক, কেরামত আলী মূল প্রকাশক: ফাইজুর রহমান (লেখকের বড় ছেলে) কৃতজ্ঞতা স্বীকার: আব্দুল্লাহ বিন ইসমাঈল সালাফী, ড. আবদুল্লাহ ফারুক সালাফী, আবদুর রব আফ্ফান সংশোধিত ও পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ (বাংলাদেশ): জুমাদাল উলা ১৪৩২, এপ্রিল ২০১১ চতুর্থ প্রকাশ: জুমাদিউস সানি ১৪৩৪ হিজরী, এপ্রিল ২০১৩ সংশোধিত ও পরিমার্জিত চতুর্থ সংস্করণের প্রথম মুদ্রণ (বাংলাদেশ): রামাদান ১৪৪৬ হিজরী, মার্চ ২০২৫ প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স বিষয়: সীরাত বা জীবনী -গ্রন্থ পৃষ্ঠা সংখ্যা: ৬১৬ কভার: হার্ডকভার