‘তাওহীদ পাবলিকেশন্স’ একটি নাম। বাংলা ভাষায় বিশুদ্ধ ইসলামী গ্রন্থ প্রকাশনা জগতের একটি ইতিহাস। বিশুদ্ধ ইসলামী সাহিত্য প্রকাশের চেতনায় ঋগ্ধ একটি প্রতিষ্ঠান। কুরআন,সহীহ হাদীস ও সালফে – সালেহীনদের নীতি/আদর্শ অনুযায়ী বিশুদ্ধ আক্বীদা- বিশ্বাসের ভিত্তিতে মূল্যবান ইসলামী গ্রন্থসমূহ বাংলা ভাষায় প্রকাশে অগ্রগামী প্রতিষ্ঠান ‘তাওহীদ পাবলিকেশন্স’। ১৯৮১ সালে গবেষণা গ্রন্থ ‘কিতাবুত তাওহীদ’ প্রকাশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে আল্লাহ সুবহানাহূ ওয়া তা‘আলার অপার অনুগ্রহে একে একে পার করল দীর্ঘ ৩০টি বছর। যাত্রা শুরুর পর থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি পাঠকের প্রগাঢ় আস্থা ও ভালবাসা অর্জনে সম্মুখপানে এগিয়ে চলেছে। প্রকাশনার প্রায় তিন যুগ সুনামের সাথে অবস্থান এবং একের পর এক বই প্রকাশ করে দেড় শতাধিক গ্রন্থ প্রকাশ করেছে ‘তাওহীদ পাবলিকেশন্স’। বাংলাদেশে বিশুদ্ধ ইসলামী গ্রন্থ প্রকাশনার জগতে এটি এখন দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য প্রকাশনা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে, আলহামদু লিল্লাহ। 

যদিও ১৯৭৭ সালে প্রথম অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক রচিত ‍‍’প্রগতির স্রোতে ভাসমান নারী’ ও ‘ইসলামী বাল্য শিক্ষা’ দুটি প্রকাশের মাধ্যমেই মূলত তাওহীদ প্রেস এন্ড পাবলিকেশন্স এর যাত্রা শুরু হয়। তন্মধ্যে ইসলামী বাল্য শিক্ষা বইটি বিশেষভাবে সর্বমহলে সমাদৃত হয়। এমনকি লন্ডনের একটি কিন্ডারগার্টেনে এ বইটি পাঠ্যতালিকায় ঠাঁই নেয়। এরপর বেশ কিছুদিন বন্ধ থাকার পর ১৯৮১ সালে প্রিন্টিং মেশিন সহ পূর্ণাঙ্গ প্রেস ও পাবলিকেশন্স এর কাজ নতুন ভাবে শুরু হয়। তখন থেকেই বই প্রকাশের ক্ষেত্রে বিশুদ্ধতা ও প্রমাণপঞ্জির প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে এসেছে। ফলে আজ সর্বমহলে বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতার প্রতীকে পরিণত হয়েছে তাওহীদ পাবলিকেশন্স। আলহামদুলিল্লাহ। এ সাফল্যের পেছনে আল্লাহর বিশেষ রহমত। এছাড়া যাঁর অক্লান্ত শ্রম ও মেধায় আজকের প্রকাশনা প্রতিষ্ঠানটির উচ্চশিখরে আরোহন তিনি হলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি অদ্যাবধি তাঁর গবেষণা অব্যাহত রেখেছেন। তাঁর কলমের রোশনাই এখনও রোশনী ছড়িয়ে চলেছে। পাঠকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের নিকট এ আলোকিত মানুষটির সুস্বাস্থ্য ও হায়াতে ত্বাইয়্যেবার জন্য দুআর আবেদন রইল। আল্লাহ তাআলা ইহ ও পরকালে তাঁকে এবং তাঁর পিতামাতাকে এ খেদমতের উত্তম জাযা দান করুন। আমীন!! 

গ্রন্থ প্রকাশনায় বিশুদ্ধতা ও গুণগত উৎকর্ষ নিশ্চিত করতে সজাগদৃষ্টি সমুন্নত রেখে কাজ করে চলেছে ‘তাওহীদ পাবলিকেশন্স’। বিষয়ের বৈচিত্র্য ও অভিনবত্ব এই
দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। পরিকল্পিতভাবে গ্রন্থ প্রকাশের তাগিদ থেকে ‘তাওহীদ পাবলিকেশন্স’ সকল শ্রেণীর পাঠকদের গ্রন্থ সম্পদ বৃদ্ধি করতেও বিশেষভাবে সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে ইসলামের মৌলিক, গবেষণা, ইসলামী অর্থনীতি, ইসলামী উপন্যাস ইত্যাদি বিষয় ছাড়াও অনুবাদ সাহিত্যে উল্লেখযোগ্য সংখ্যক বই প্রকাশ করে সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। 

ইসলাম চর্চায় বিশুদ্ধতার চেতনাকে শাণিত করে যে গ্রন্থ, তা প্রকাশে অধিক উৎসাহী এ প্রতিষ্ঠান। স্বকীয় সৌকর্যে ও বিপুল বৈভবে যাতে বাঙালি মুসলিম পাঠক নির্মিত হয় তার প্রচেষ্টায় সক্রিয় রয়েছে প্রতিষ্ঠানটি।

ইসলামী সাহিত্য প্রকাশের ক্ষেত্রে সালফে-সালেহীন তথা সৎকর্মশীল পূর্বসূরীগণের (অর্থাৎ সাহাবী, তাবেঈ ও তাবে-তাবেঈগণের) নীতিমালা অনুযায়ী গ্রন্থ প্রকাশই
‘তাওহীদ পাবলিকেশন্স’-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যের বিচারে প্রতিষ্ঠানটি অনন্য। প্রথম থেকেই বরেণ্য সব ইসলামী গবেষকদের বই প্রকাশ করে আসছে। সৃজনশীল ও বিশুদ্ধ ইসলামী প্রকাশনার ধারা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 

‘তাওহীদ পাবলিকেশন্স’ মনে করে, ইসলামী প্রকাশনা মানে বিশুদ্ধ ইসলামী সাহিত্যের
কিছু কাজ হাতে নেয়া। প্রতিশ্রুতি রক্ষা করা। তাই, প্রকৃত ও বিশুদ্ধ ইসলামী সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষ্যে সৃজনশীল ও মননশীল ইসলামী সাহিত্য প্রকাশে আমরা
প্রতিশ্রুতিবদ্ধ। বিষয় বৈচিত্রে সমৃদ্ধ এবং প্রখ্যাত প্রতিথযশা এবং প্রতিশ্রুতিশীল আলেমগণের এক অপূর্ব সমারোহে ঋদ্ধ এই প্রতিষ্ঠান। 

আমরা রচনার গুনাগুণ ও বিষয়ের বিশুদ্ধতায় বিশ্বাস করি। কুরআন, কুরআনের বিশুদ্ধ তাফসীর, হাদীস গ্রন্থ, ইসলামী আরকান ও ইসলামী বিধি-বিধানসহ নানা বিষয়ে এদেশের সৃজনশীল বিশুদ্ধ ইসলামী সাহিত্যে বিশেষ ভূমিকা রাখার অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা সামনের দিকে। 

সালফে-সালেহীনদের প্রদর্শিত আদর্শের ভিত্তিতে ‘তাওহীদ পাবলিকেশন্স’ যাবতীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে বুদ্ধির মুক্তি এবং শুভবুদ্ধির বিকাশ কামনা করে। ইসলাম অনুসরণের ক্ষেত্রে চিন্তাজগতের অন্ধত্ব, গোঁড়ামী মোচনে বহুমাত্রিক বিষয়ভিত্তিক গ্রন্থ প্রকাশনার মাধ্যমে বিশুদ্ধ ইসলামী সাহিত্যের পাঠক সৃষ্টিতে আমরা সচেষ্ট। আমাদের পরিকল্পনা ও প্রয়াস আরও বিকশিত পর্যায়ে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মূলত, প্রকাশনা শিল্পের মাধ্যমে কালজয়ী সাংস্কৃতিক রূপান্তর সাধন করতে চায় ‘তাওহীদ পাবলিকেশন্স’। এই মহতি উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য ‘তাওহীদ পাবলিকেশন্স’ সবার সহযোগিতা কামনা করে।

শুধু সংখ্যাগত ব্যাপকতার দিক থেকেই নয়, গুণগত বৈশিষ্ট্যেও ‘তাওহীদ পাবলিকেশন্স’- এর বই পাঠকের কাছে অনন্য বিবেচিত হয় বলে ‘তাওহীদ পাবলিকেশন্স’ বিশ্বাস করে। 

‘তাওহীদ পাবলিকেশন্স’ সর্বদাই গ্রন্থ ও লেখক বাছাই করে গ্রন্থ প্রকাশ করে। তাই, ‘তাওহীদ পাবলিকেশন্স’-এর বই বেছে কিনতে হয় না। পুরোপুরি আস্থা রেখে তাওহীদ পাবলিকেশন্স-এর বই কিনুন। ‘তাওহীদ পাবলিকেশন্স’-এর গ্রন্থ তালিকা থেকে আপনার পছন্দের বই বাছাই করে আপনার গ্রন্থাগারের সংগ্রহকে সমৃদ্ধ করুন। নিজে পড়ুন। অন্যকে পড়তে উৎসাহিত করুন।


[আল্লাহর ইচ্ছায়, বিগত পঁয়ত্রিশ বছর ধরে যেসব পাঠক- পাঠিকার ভালবাসা, সমর্থন, সাহায্য ও সহানুভূতি লাভ করেছি এবং যাদের উৎসাহে আমরা একটা-দুটো করে এ পর্যন্ত শতাধিক বই প্রকাশের অনুপ্রেরণা লাভ করেছি – তাদের সবার প্রতি অকুন্ঠ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহূ ওয়া তা‘আলা অত্র প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কর্মী, লেখক, পাঠক ও শুভানুধ্যায়ী সবাইকে জাযায়ে খাইর (উত্তম প্রতিদান) দিন।]  

 رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيْعٌ الْعَلِيْمُ