Uncategorized

এফএম রেডিওতে চাকুরি:

158087948 1173595349726675 4782114577826084384 n

এফএম রেডিওতে চাকুরি:
▬▬▬▬◖◉◗▬▬▬▬
প্রশ্ন: আমি বাংলাদেশের ঢাকায় একটি এফএম রেডিওতে সিনিয়র নির্বাহী, মানব সম্পদ (Senior Executive, HR) হিসেবে চাকরি করি। এফএম রেডিও একটি বিনোদন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আমার প্রশ্ন হচ্ছে, এফএম রেডিওর চাকরি থেকে উপার্জিত অর্থ কি হালাল হবে বা বলা যায় আমার উপার্জন কি হালাল হবে? উল্লেখ্য এই রেডিওতে দিনে ২৪ ঘন্টার মধ্যে কম বেশি প্রায় ১০ ঘণ্টা গান বা সংগীত বাজানো হয়, ০৬ ঘণ্টা বিজ্ঞাপন বাজানো হয়, ০২ ঘণ্টা সংবাদ বাজানো হয়, ০৬ ঘণ্টা অনুষ্ঠানের কনটেন্ট/ রেডিও জকিদের কথা প্রচার হয়। রেডিও জকিদের অনেক কথাই শরীয়ত পরিপন্থী।
উত্তর:
প্রিয় ভাই, ইসলামের দৃষ্টিতে যে কাজটা হারাম সে কাজকে অবলম্বন করে অর্থ উপার্জন করাও হারাম।
সুতরাং যেহেতু উক্ত এফএম রেডিওতে গান-বাদ্য প্রচারিত হয় তাই সেখানে চাকুরী করে জীবিকা নির্বাহ করা কোন মুসলিমের জন্য বৈধ নয়। বরং আল্লাহর দুনিয়ায় বৈধভাবে জীবিকা উপার্জনের অসংখ্য পথ খোলা রয়েছে সে সব পথ অবলম্বন করার চেষ্টা করতে হবে। নিশ্চয় আল্লাহর সর্বোত্তম রিজিকের ব্যবস্থা কারী, মহান দয়ালুও দাতা।
আল্লাহ তাওফিক দান করুন। আমিন।
▬▬▬▬◖◉◗▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব
Abdullahil Hadi

Leave a Reply