প্রশ্ন: ইমামের পেছনে নামাজে বাজে/দুনিয়াবি চিন্তা-ভাবনা আসলে কী করণীয়?
উত্তর:
মানুষের মন দ্রুত পরিবর্তনশীল। এটি কখনোই দীর্ঘ সময় স্থির থাকে না। তাই সালাতের মধ্যে অন্য মনস্কতা সৃষ্টি হওয়া, মনোযোগ অন্যত্র চলে যাওয়া, মনে দুনিয়াবি নানা আজেবাজে চিন্তার উদ্রেক হওয়া অস্বাভাবিক নয়।
এমনটি ইমাম অথবা মুক্তাদি, জামাত অথবা একাকী সর্বাবস্থায় সকলের ক্ষেত্রে হতে পারে।
এ ক্ষেত্রে করণীয় হল, তৎক্ষণাৎ পুনরায় সালাতে মনোযোগ ফিরিয়ে আনতে হবে। চিন্তা করতে হবে, মহান আল্লাহকে আমি দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। তিনি আমার কথা শুনছেন, আমি তার সাথে চুপিসারে কথা বলছি।
পাশাপাশি সালাতে পঠিত কিরাআত, দোয়া, তাসবিহ ইত্যাদি অর্থগুলোর প্রতি প্রতি মনোযোগ দিতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এ ভাবে মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে।
আল্লাহ তৌফিক দান করুন।
বিস্তারিত পড়ুন: প্রশ্ন: সালাতে মনে বিনয়-নম্রতা ও ভয়ভীতি সৃষ্টি এবং মনস্থির রাখার উপায় গুলো কি কি?
https://m.facebook.com/story.php?story_fbid=708178116268403&id=235040300248856
–আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
ইমামের পেছনে নামাজে বাজে/দুনিয়াবি চিন্তা-ভাবনা আসলে কী করণীয়?

02
May